Sie sind auf Seite 1von 2

আমার পররচয় -- সৈয়দ শামৈুল হক

আরম জন্মেরি বাাংলায়


আরম বাাংলায় কথা বরল।
আরম বাাংলার আলপথ রদন্ময়, হাজার বির চরল।
চরল পরলমাটি ককামন্মল আমার চলার রচহ্ন কেন্মল।
কেরশে নদী শুধায় আমান্মক, ককাথা কথন্মক েু রম এন্মল ?

আরম কো এন্মৈরি চর্াপন্মদর


য অক্ষরগুন্মলা কথন্মক
আরম কো এন্মৈরি ৈওদাগন্মরর রিঙার বহর কথন্মক।
আরম কো এন্মৈরি সকবন্মেযর রবন্মরাহী গ্রাম কথন্মক
আরম কো এন্মৈরি পালর্ুগ নান্মম রচত্রকলার কথন্মক।

এন্মৈরি বাঙারল পাহাড়পুন্মরর কবৌদ্ধরবহার কথন্মক


এন্মৈরি বাঙারল কজাড়বাাংলার মন্দির কবরদ কথন্মক।
এন্মৈরি বাঙারল বন্মরন্দ্রভূ ন্মম কৈানা মৈন্দজদ কথন্মক
এন্মৈরি বাঙারল আউল-বাউল মাটির কদউল কথন্মক।

আরম কো এন্মৈরি ৈাবন্মভৌম


য বান্মরাভূূঁ ইয়ার কথন্মক
আরম কো এন্মৈরি ‘কমলার দীরি' ‘মহুয়ার পালা' কথন্মক।
আরম কো এন্মৈরি রেেু মীর আর হাজী শরীয়ে কথন্মক
আরম কো এন্মৈরি গীোঞ্জরল ও অরিবীণার কথন্মক।

এন্মৈরি বাঙারল ক্ষুরদরাম আর ৈূর্ন্মৈন্মনর


য কথন্মক
এন্মৈরি বাঙারল জয়নুল আর অবন ঠাকুর কথন্মক।
এন্মৈরি বাঙারল রাষ্ট্রভাষার লাল রাজপথ কথন্মক
এন্মৈরি বাঙারল বঙ্গবন্ধু কশখ মুন্দজবুর কথন্মক।

আরম কর্ এন্মৈরি জয়বাাংলার বজ্রকণ্ঠ কথন্মক


আরম কর্ এন্মৈরি একাত্তন্মরর মুন্দির্ুদ্ধ কথন্মক।
এন্মৈরি আমার কপিন্মন হাজার চরণরচহ্ন কেন্মল
শুধাও আমান্মক ‘এেদূর েু রম ককান কেরণায় এন্মল ?

েন্মব েু রম বুন্দি বাঙারল জারের ইরেহাৈ কশান্মনা নাই-


‘ৈবার উপন্মর মানুষ ৈেয, োহার উপন্মর নাই।'
একৈান্মথ আরি, একৈান্মথ বাূঁরচ, আন্মজা একৈান্মথ থাকন্মবাই
ৈব রবন্মভন্মদর করখা মুন্মি রদন্ময় ৈান্মমযর িরব আূঁকন্মবাই।
পররচন্ময় আরম বাঙারল, আমার আন্মি ইরেহাৈ গন্মবর-

কখন্মনাই ভয় কররনান্মকা আরম উদযে ককান্মনা খড়ন্মগর।
শেরুর ৈান্মথ লড়াই কন্মররি, স্বন্মের ৈান্মথ বাৈ;
অন্মেও শান রদন্ময়রি কর্মন শৈয কন্মররি চাষ;
একই হারৈমুন্মখ বাজান্ময়রি বাূঁরশ, গলায় পন্মররি োূঁৈ;
আন্মপাষ করররন কখন্মনাই আরম- এই হ'কলা ইরেহাৈ।

এই ইরেহাৈ ভুন্মল র্ান্মবা আজ, আরম রক কেমন ৈন্তান ?


র্খন আমার জনন্মকর নাম কশখ মুন্দজবুর রহমান;
োরই ইরেহাৈ কেরণায় আরম বাাংলায় পথ চরল-
কচান্মখ নীলাকাশ, বুন্মক রবশ্বাৈ পান্ময় উবরয পরল।

Das könnte Ihnen auch gefallen